কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শিমুলের শাশুড়ি সড়ক দুর্ঘটনায় নিহত
কালিগঞ্জে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুলের শাশুড়ি মোছাঃ আনোয়ারা বেগম (৭২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তিনি কালিগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের প্রয়াত আলহাজ্ব খবিরউদ্দীন সরদারের স্ত্রী।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বাড়ি হতে ছোট ছেলে, স্কুল শিক্ষক এস এম হাফিজুল ইসলামের মোটরসাইকেল যোগে সাতক্ষীরাস্থ আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় আলীপুর হাটের মোড়ের অদূরে একটি ছাগলকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। এসময় মোটরসাইকেল থেকে ছটকে পড়ে আনোয়ারা বেগমের মাথা ফেটে ব্যাপক রক্তক্ষরণ হয়। এবং চালক হাফিজুল ইসলাম ও রক্তাক্ত জখম হয়। ঘটনার পরেই স্থানীয়রা উভয়কে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা বেগমকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনার সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে আনোয়ারা বেগম ৪ পুত্র ও তিন কন্যাসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজবাদে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে বড়পুত্র স্কুল শিক্ষক এস এম রবিউল ইসলাম জানান।