কলারোয়ায় সেনা সদস্যর বাড়িতে দুঃসাহসিক চুরি
সাতক্ষীরার কলারোয়ায় এক সেনা সদস্যর বাড়িতে দুঃসাহসিক চুরির সংঘটিত হয়েছে। উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাঁকডাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
মোখলেছুর রহমান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। ঘরের আলমারি ভেঙ্গে স্বর্ণালংকার ও এলইডি টিভি চুরি করে নিয়ে গেছে চোরেরা। মঙ্গলবার (৩ সেপ্টম্বর) সকালে মোখলেছুর রহমান জানান-সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি বালিয়াডাঙ্গা বাজারে কাপড়েরর ব্যবসা করেন। প্রতিদিনের মতো রবিবার রাত সাড়ে ১০টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসা বাড়ি ফিরে রাতের খাওয়া-দাওয়া শেষে ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়েন। ভোরে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেয়ার সময় প্রতিবেশীদের চিৎকারে বেরিয়ে দেখেন তার বাসার রাস্তার ধারের জানালার গ্রীল কাটা। তখন ঘরে প্রবেশ করে দেখেন, আলমারি ভাঙ্গা ও ভিতরের জিনিস তছনছ করা। তিনি আরো জানান- আলমারিতে স্ত্রী ও কন্যার প্রায় ৫/৭ লক্ষ টাকার গহনা ছিলো। একটি এলইডি টিভিও নিয়ে গেছে চোরেরা।