কতিথ শহিদুল ইসলাম কালুর হাত থেকে রক্ষা পেতে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
শ্যামনগর উপজেলার মাইক্রো ও প্রাইভেটকার চালক সমিতির সদস্যবৃন্দ কথিত শহিদুল ইসলাম কালুর অত্যাচার থেকে রক্ষা পেতে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। আজ ৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় শ্যামনগর প্রেসক্লাবে সমিতির ৫৪জন সদস্যের স্বাক্ষরিত সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাইক্রো ড্রাইভার আব্দুল আলীম।
তিনি লিখিত বক্তেব্যে বলেন- সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল কবীর সাবু কর্তৃক দায়িত্বপ্রাপ্ত শহিদুল ইসলাম কালু শ্যামনগর থেকে মাইক্রো প্রাইভেটকার সাতক্ষীরায় গেলে তাদেরকে রাস্তার উপর গতিরোধ করে ড্রাইভারকে জোরপূর্বক নামিয়ে তাদের নিজেদের ড্রাইভার দিয়ে গাড়ি টার্মিনালে নিয়ে যায়।
তারপর তাদেরকে মারপিঠ ও বিভিন্নভাবে শারিরীক নির্যাতন করছে এবং মাইক্রো এবং প্রাইভেটের চারটি চাকার হাওয়া খুলে দিয়ে অচল করে দিচ্ছে। এরপর তাদেরকে নির্জন স্থানে নিয়ে যার কাছে যা পাচ্ছে তা নিয়ে ছেড়ে দিচ্ছে। তারা আরও জানায়, তারা সবাই অত্যান্ত গরীব, সন্তানদের মুখে আহার যোগাতে মহাজনদের নিকট থেকে সুদে টাকা নিয়ে, সর্বস্ব শেষ করে ঝুঁকি পূর্ন রাস্তায় জীবন বাজী রেখে মাইক্রো ও প্রাইভেট চালাচ্ছে। এ অত্যাচার থেকে রক্ষা পেতে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।