শ্যামনগরের ৩ জনের নামে বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনালে মামলা
শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামীলীগে নব্য যোগদানকারী মোঃ আকবর আলী ও তার স্ত্রী হোসনেয়ারা এর ছবি এডিট করে অশ্লীল ছবি ফেসবুক আইডিতে প্রদর্শনের ঘটনায় বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল (বাংলাদেশ), ঢাকা এর অধীনে ৩ জনের নামে মামলা হয়েছে।
মামলাটি দায়ের করেন সোরা গ্রামের মৃত আলহাজ্ব আরশাদ আলীর পুত্র মোঃ আকবর আলী। মামলার আসামীরা হলেন তারানীপুর গ্রামের শেখ রফিকুল ইসলামের পুত্র মোঃ রাকিবুল হাসান, সোরা গ্রামের গোলাম মোস্তফার পুত্র মোঃ মোশারাফ হোসেন সাদ্দাম ও ধুমঘাট গ্রামের রুহুল আমিন গাজীর পুত্র গাজী আজিজুল। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫,২৬,২৯ ও ৩৫ ধারা মতে পিটিশন মামলা নং ২৬৪/২০১৯। মামলাটি সাতক্ষীরা সিআইডি কে তদন্ত করার দায়িত্ব অর্পন করা হয়েছে। এ ঘটনায় ইতিপূর্বে শ্যামনগর থানায় জিডি করা হয়েছিল। যার জিডি নং ৮৯৭। সূত্রে প্রকাশ, গত ২১ আগষ্ট ২ টা ৫০ মিনিটে ফেসবুক আইডি থেকে উক্ত সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রীর ছবি এডিট করে অশ্লীল ছবি পোষ্ট করা হয়।
ফেসবুক আইডি থেকে শেয়ার করলে ফেসবুকে ভাইরাল হয়। যার কারনে সাবেক চেয়ারম্যান আকবর আলী সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক মান মর্যাদা ক্ষুন্ন সহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে এবং তার পরিবারের লোকজন ভীত সন্ত্রাস্ত। এ থেকে পরিত্রাণ পেতে আইনী সহায়তায় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে যথাযথ তদন্তে শাস্তির দাবীতে আইনী পদক্ষেপ গ্রহন করা হয়েছে। বাদীপক্ষের মামলাটি পরিচালনা করেন ঢাকা বার এর আইনজীবি এ্যাডঃ সবুজ ও এ্যাডঃ আব্দুল খালেক।
Please follow and like us: