ধান-চাল সংগ্রহে সময়সীমা বাড়ল আরো ১৫ দিন
সরকারি পর্যায়ে কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহের সময়সীমা আরো ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে খাদ্য বিভাগ। পূর্ব নির্ধারিত সময়সীমার মধ্যে ধান চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হলো।
কুড়িগ্রামের ৯ উপজেলা থেকে এবার ৮ হাজার ৮২১ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত সংগৃহীত হয়েছে ৬ হাজার ৭৪৮ টন। এ ছাড়া এ জেলায় চাল সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৬৮১ টনের বিপরীতে ১৪ হাজার ৮৩৯ টন।
নওগাঁয় সরকার নির্ধারিত মূল্যে ১৫ হাজার ১৯ টনের বিপরীতে এখন পর্যন্ত ১৪ হাজার ৯০০ টন ধান সংগ্রহ করা হয়েছে।
এছাড়া, রংপুর, কুষ্টিয়া ও নাটোরসহ সারাদেশে সরকারিভাবে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় সময়সীমা বাড়ানো হয়েছে।
Please follow and like us: