চারতলা ভিত বিশিষ্ট নব-নির্মিত বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ভবনের উদ্বোধন
সাতক্ষীরায় আইসিটি কলেজ প্রকল্পের আওতায় চারতলা ভিত বিশিষ্ট চারতলা নব-নির্মিত বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ প্রাঙ্গণে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আবুল হোসেন মো. মকছুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও নব-নির্মিত ভবনের ফলক উন্মোচন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা দেশে মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন ও অবকাঠামোগত উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। দেশের এই উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে যারা এদেশের স্বাধীনতা বিশ^াস করেনা তারা আজো ষড়যন্ত্র করে যাচ্ছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার প্রকৌশলী এম.এম জায়েদ বিন গফুর, এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ প্রাঙ্গণে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামিমউল আলম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক খন্দকার আনিছুর রহমান, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান সজল, ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম, ওয়ার্ড সভাপতি শেখ তৌহিদুজ্জামান তোতা, শেখ এনামুজ্জামান নিপ্পন প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়ণে এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজে আইসিটি কলেজ প্রকল্পের আওতায় ২ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট চারতলা নব-নির্মিত বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের প্রভাষক এম. সুশান্ত।