আশাশুনিতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা
আশাশুনিতে এডিস মশা নিধন কার্যক্রম উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা রিসোর্স সেন্টারে এ সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী, সমাজ সেবা অফিসার সুমনা শারমিন, পিআইও সোহাগ খান, নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, দারিদ্র বিমোচন কর্মকর্তা ফিরোজ আহমেদ, পরিসংখ্যান অফিসার শ্মশান সরকার, আশাশুনি প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সদস্য সচিব এস কে হাসান, সদস্য আকাশ হোসেন, সাংবাদিক শেখ আরাফাত, উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ আঃ গফফার প্রমুখ। ‘নিজের ঘর নিজের আঙ্গিনা নিজে পরিস্কার করি, ডেঙ্গু মুক্ত সমাজ গড়ি। নিজে সচেতন হই অন্যকে সচেতন করি” শ্লোগানকে সামনে রেখে সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।