সাতক্ষীরায় এলজিইডির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রকৌশলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে এলজিইডি সাতক্ষীরার আয়োজনে এলজিইডি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডুর সার্বিক তত্তাবধানে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. গোলাম রব্বানী, সহকারি প্রকৌশলী মো. ইয়াকুব আলী, হিসাব রক্ষক শেখ শামসুজ্জামান,উচ্চমান সহকারি মো. শহিদুল ইসলাম, হিসাব সহকারি আব্দুর রহিম হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো.আবুল হাশেম।
Please follow and like us: