শ্যামনগর কাশিমাড়ী গাঙআটি গ্রামকে খোলা পায়খানা মুক্ত গ্রাম ঘোষণা
শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড গাঙআটি গ্রামকে খোলা পায়খানা মুক্ত গ্রাম ঘোষণা করা হয়েছে। রোববার বিকাল ৪টায় ওয়ার্ড ভিশনের নবযাত্রা প্রকল্পের সহায়তায় কাশিমাড়ী ০৪ নং ওয়াটসান কমিটির বাস্তবায়নে এ ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজগুল ইসলাম, ০৪ নং ওয়ার্ড ওয়াটসান কমিটির সদস্য ও সমাজসেবক আবুল হোসেন গাজী, হযরত আলী মোল্যা, ইয়াছিল আলী, আব্দুর রহিম, নুরুল আমিন, হাসান, শিল্পী পারভীন, ওয়াটার ম্যানেজমেন্ট কমিটির কেয়ার টেকার রেশমা পারভীন, ওয়াশ অর্গানাইজার রবিউল ইসলাম, ওয়াশ ফ্যাসিলিটিটের রহিমা খাতুন, সীমা সাদিয়া, তপন কুমার, আনিছুর রহমান, রাফেজা পারভীন, রেক্সোনা পারভীন সহ অত্র এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
৪ নং ওয়ার্ডের গাঙআটি এলাকায় এই প্রকল্পের আওতায় এগারটি স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন স্থাপনের মাধ্যমে এই এলাকায় নবযাত্রা প্রকল্পের এসবিসিসি সেশনে অংশ নিয়ে উদ্বুদ্ধ হয়ে অধিকাংশ অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহারকারী ভুক্তভোগী পরিবারের সদস্যরা এরপর থেকে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারে সম্মতি প্রকাশ করেন।