শ্যামনগরের টাকা আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন
রবিবার বেলা ১০ টায় টাকা আত্মসাতের অভিযোগ এনে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেছে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা গ্রামের মোঃ নজরুল ইসলাম (৪৫)।তিনি তার লিখিত বক্তব্যে বলেন, মোঃ শহিদুল ইসলাম, পিং- মৃত সাইদুল ইসলাম, সাং- কলবাড়ী,বুড়িগোয়ালিনী নিকট জমি বিক্রয়ের নাম করে আমার নিকট হইতে ৭,০০,০০০/- লক্ষ টাকা গ্রহন করে।
পরবর্তীতে উক্ত জমি আমার নিকট না দিয়া অন্যেত্রে বিক্রয় করে। আমি তার কাছে জমি অথবা পাওনা টাকা চাহিলে সে আমাকে তার নিজ নামীয় অগ্রণী ব্যাংক মুন্সীগঞ্জ শাখার একটি চেক প্রদান করে। তার হিসাবে কোন টাকা না থাকায় আমি আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করি। ইতি মধ্যে সে কোটের মাধ্যমে ৩,৫০,০০০/- টাকা জমা দিয়ে জজ কোটে আপিল করে।
সেখানে রায়ও আমার পক্ষে। কিন্তু বর্তমানে সে টাকা পরিশোধ না করে আমাকে সমাজিক ভাবে হেয় প্রতিপন্ন বা ঘটনাকে ভিন্নক্ষাতে প্রবাহিত করার জন্য গত ইং-২৯/০৮/২০১৯ তারিখ রোজ বৃহষ্পতিবার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে আমার
বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। যাহা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।
শহিদুল ইসলাম ও তার পুত্র মোঃ রাইফুল ইসলাম এলাকার চিহিৃত ধোকাবাজ হিসাবে পরিচিত। শহিদুল ইসলাম এর পুত্র মোঃ রাইফুল ইসলাম ঢাকার গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী দীপু সরকারের নিকট হইতে কাঁকড়া প্রজেক্ট করার নাম করে ৩৪ লক্ষ টাকা নিয়া আত্মসাৎ করে বর্তমানে সে পালাতক আছে। তাছাড়া শহিদুল ইসলাম কলবাড়ী গ্রামের মৃত নূর মোহাম্মাদ গাজীর পুত্র মাহবুবুর রহমান উকিল এর নিকট হইতে চেক দিয়ে ৫,৫০,০০০/- টাকা গ্রহন করে। পরবর্তীতে তাদের স্বাক্ষর ভূয়া বলে দাবী করে।
এবিষয়ে বিজ্ঞ আদালতে মামলা হইলে তারা উক্ত মামলায় হেরে যান। ইহা ছাড়া তারা বাপ ও ছেলে মিলে বিভিন্ন মানুষকে হয়রানী করে চেক ষ্ট্যাম্প দিয়ে মোটা অংকের অর্থ আত্মসাৎ করে এবং পরবর্তীতে টাকা চাহিতে গেলে তাহারা চেক ও স্বাক্ষর অস্বীকার করে তাড়াইয়া দেয়। বর্তমানে তাদের বিরুদ্ধে নিন্ম আদালতে কয়েকটি মামলা চলমান আছে।
এছাড়াও সাতক্ষীরা বিভিন্ন মটর সাইকেল শোরুম থেকে কিস্তিতে মটর সাইকে ক্রয় করে এলাকায় সাধারন মানুষদের নিকট নগদ টাকায় বিক্রয় করে অর্থ আত্মসাৎ করে। উক্ত সাধারন মানুষ মটর সাইকেলের কাগজ পত্র করার জন্য তার মাধ্যমে বিভিন্ন হয়রানীর স্বীকার হয়। এছাড়া উক্ত শহিদুল ইসলাম সহ তার পুত্র রাইসুল ইসলাম এলাকার বিভিন্ন যুবক/যুবতীদের সরকারী চাকুরীর প্রলোভন দেখিয়ে মোটা অংকের অর্থ আত্মসাৎ করে তার পুত্র রাইসুল ইসলাম পালাতক আছে।
আমার বিরুদ্ধে আদালতের সিদ্ধান্ত অবমান্যনা করে সে সংবাদ সম্মেলন করেছে। আমি মনে করি আদালত অবমান্যনার দায়ে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আমি কুচক্রী স্বার্থনেশী মহলের এহেন কু-কর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসময় তিনি সাংবাদিকদের লিখনির মাধ্যমে তাদের এই ধরনের কার্যকপালের বিরুদ্ধে প্রসাশনিক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।