বিএনপির ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় দু গ্রুপের পৃথক আলোচনাসভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শহরের কাটিয়াস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ।
বিএনপি নেতা শের আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আব্দুল আলিম, পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ¦ আব্দুস সামাদ, বিএনপি নেতা অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা জিয়া ফোরাম সভাপতি এড. আবুল হোসেন, সম্পাদক এড. তোজাম্মেল হোসেন, এস এম আকবর হোসেন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, কাউন্সিলর সফিকুল আলম বাবু, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আহছানুল কাদির স্বপন, সালাউদ্দিন লিটন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, দেবহাটা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দীন সিদ্দিক, কালিগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক আঃ খালেক,দেবহাটা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান মুকুল, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান, মহিলা দলনেত্রী খুরশীদ জাহান শীলা, ঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। অথচ আওয়ামীলীগ তাকে স্বাধীনতা বিরোধী শক্তি বলে সকল মুক্তিযোদ্ধাকে অপমান করেছে। আমাদের মাতা কে কারাগারে আটক রেখে আওয়ামীলীগ সরকার কলঙ্ক জনক অধ্যায় রচনা করেছে। সারা বিশে^ মীর জাফরের নাম হয় না, নাম হয় নবাব সিরাজ উদ দৌলার। আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামও যুগ যুগ ধরে মানুষ এভাবে স্মরণ করবে।
একই দিন বিকাল ৪টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কামরুল ইসলাম ফারুকের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, আবুল হাসান হাদী, আইনুল ইসলাম নান্টা, কামরুজ্জামান ভুট্টো, আসিফুর রহমান তুহিন, শাহিনুর রহমান শাহীন প্রমুখ।