ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ডোরিয়ান’
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের দিকে ধেয়ে আসছে হারিকেন ডোরিয়ান। ৪ ক্যাটাগরির ঘূর্ণিঝড়টি আজ রবিবার যে কোনো সময় পর্যটন শহরে আঘাত হানতে পারে। খবর রয়টার্স।
২৪০ কিলোমিটার বেগে ঝড়টি এগিয়ে আসছে বলে ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে। কয়েক মিলিয়ন মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। ফ্লোরিডাজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। ডোরিয়ানের কারণে পোলান্ড সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফ্লোরিডা গভর্নর রন ডিস্যন্টিস জানিয়েছেন, ডোরিয়ান মোকাবিলায় ফ্লোরিডাকে সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে।
জরুরি অবস্থা জারি করে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সবাইকে নিরাপদ স্থানে যাওয়ার আহবান জানাচ্ছি। এদিকে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র পালম বীচের মার আ লাগো রিসোর্টও ক্ষতির মুখে পড়তে পারে।
ফ্লোরিডার পাশাপাশি জর্জিয়া উপকূলেও আঘাত হানতে পারে ডোরিয়ান।
Please follow and like us: