কলারোয়ার মেয়ে সুপ্রীয়া গাইন উচ্চ শিক্ষায় সুইডেন যাচ্ছে
কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের কৃতি সন্তান সুপ্রীয়া গাইন সুইডেনের উৎসালা বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল হেলথ্ এর উপর উচ্চতর ডিগ্রী গ্রহনের জন্য ২ সেপ্টেম্বর-১৯ সুইডেনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বেন। সুপ্রীয়া গাইন সাতক্ষীরা জজকোর্টের প্রয়াত বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট কিনুলাল গাইন ও স্বর্ণ গাইনের কন্যা।
সে কলারোয়া উপজেলার ৫নং কেড়াগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভুট্টোলাল গাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর দুলাল চন্দ্র গাইনের ভাইঝি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের ও সাতক্ষীরা জেলা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী সাগর সব্যসাচী গাইনের ছোট বোন। সুপ্রীয়া গাইনের শিক্ষাজীবন শুরু হয় সাতক্ষীরা পুলিশ লাইন স্কুলে, এইচএসসি সাতক্ষীরা সিটি কলেজ এবং অনার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পুষ্টি বিজ্ঞান বিভাগে।
পরবর্তীতে সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মলিকুলার সাইন্স নিয়ে এমফিল ডিগ্রিতে অধ্যায়নরতা ছিলেন। পাশাপাশি সে ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেছা মহিলা কলেজে গেস্ট টিচার হিসাবে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি এবং তার পরিবার সাতক্ষীরা বাসীর নিকটে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।