আশাশুনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় খাজরার জয়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) উদ্বোধনী দিনের খেলায় খাজরা ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করেছে। রোববার (১ সেপ্টেম্বর) দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।
উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন। আয়োজক কমিটি সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমারত হোসনে, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী স ম সেলিম রেজা সেলিম, প্রকৌশলী আক্তার হোসেন, পিআইও সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, ইউআরসি ইন্সটেক্টর মহিতোষ কর্মকার, আরডিও বিশ^জিৎ ঘোষ, ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি, শেখ জাকির হোসেন, দীপঙ্কর কুমার সরকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দরগাহপুর প্রেস ক্লাব সভাপতি শেখ হিজবুল্লাহ, মেম্বার মনিরুল ইসলাম, মিতু, প্রভাষক আশিকুর রহমান প্রমুখ।
উদ্বোধনী খেলায় খাজরা ইউনিয়ন দল ২-০ গোলের ব্যবধানে প্রতাপনগর ইউনিয়ন দলকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন নাছির উদ্দিন, বিপুল ও ফারুক হোসনে। ধারাভাষ্যে ছিলেন আছাদুল ইসলাম। সোমবার (২ সেপ্টেম্বর) চাপড়া কেওড়া পার্ক ফুটবল মাঠে ২য় খেলায় বুধহাটা ইউনিয়ন দল ও একটি ক্লাব দল অংশ নেবে।