তালায় ঘরে আগুনে পুড়ে ৩০হাজার টাকার ক্ষতি
তালায় ৩০ আগষ্ট আটারই গ্রামে রাত্র ৮.৩০ ঘটিকার দিকে নিতাই পদ মজুমদারের পুত্র দেবব্রত মজুমদারের বাড়ীতে আগুন লেগে ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার বিবরনে, দেবব্রত মজুমদার বলেন, গত ৩০ আগষ্ট শুক্রবার রাত্র ৮.৩০ ঘটিকার দিকে কে বা কারা পরিকল্পিতভাবে আমার রান্না ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরে থাকা জিনিসপত্র পুড়ে প্রায় ৩০হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, আমার রান্না ঘরের চালের উপর বিদ্যুতের তার ছিল।
তারে আগুন না লাগার কারনে আমার বসতঘর খানা রক্ষা পেয়েছে। কে বা কারা আমার ঘরে আগুন লাগিয়েছে তা খুজে বের করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ উক্ত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচার দাবী করেন,স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ সোহবার হোসেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ ওঁকেল খাঁ, প্রতিবেশী আক্তারুল মোড়ল, সৌরভ, আরতি রানী, সুকুমার মজুমদার প্রমুখ।
দেবব্রত মজুমদার আরও বলেন, কয়েকদিন আগে আমার চাচাতো ভাই বিষ্টুপদ মজুমদারের পুত্র অরুন কুমার মজুমদার এবং গনেষ মজুমদার জমি জায়গা সংক্রান্ত বিষয়ে আমাকে বেধকড় মারধোর করে। অতিরিক্ত মারার ফলে আমি তালা হাসপাতাল ভর্তি ছিলাম। আমার মনে হচ্ছে এরাই আমার রান্নাঘরে আগুন লাগিয়েছে।