কলারোয়ায় নানা আয়োজনে বরেণ্য ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন
বরেণ্য ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের প্রাক্তন চেয়ারম্যান প্রায়ত আলহাজ্ব শেখ আমানুল্লাহ স্যারের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়ে। এ উপলক্ষে শনিবার বিকাল ৪ টায় কলারোয়া শিক্ষক সমিতির হলরুমে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান।
স্মরণ সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, শেখ আমানুল্লাহ স্যারের বড় কন্যা আফরোজা বানু খুকু, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক বাবু হরি সাধন ঘোষ, ক.পা.ই সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা, সহকারী অধ্যাপক আবুল খায়ের, তপন কুমার, প্রভাষক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ইবাদুল হক, প্রধান শিক্ষক আব্দুল আলিম, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, শিক্ষক বদরুজজামান, প্রেসক্লাব সভাপতি শিক্ষক দিপক শেঠ, শিক্ষক আব্দুল গফফার, শিক্ষক নেতা শহিদুল ইসলাম, সাংবাদিক শিক্ষক শামসুর রহমান লালটু, শিক্ষক সাহাজান আলী শাহিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী। এর আগে শনিবার সকালে শ্রদ্ধেয় শিক্ষক আলহাজ্ব শেখ আমানুল্লাহর নিজ গ্রাম ঝাঁপাঘাটের পারিবারিক কবরস্থানে মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে ছুটে যান কলারোয়ার শিক্ষক সমাজ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সেখানে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।