কেশবপুরে ইজিবাইক চালদের নিকট থেকে চাঁদাবাজির অভিযোগ
যশোরের কেশবপুরে ইজিবাইক চালদের নিকট থেকে জোরপূর্বক চাঁদাবাজি ও নির্যাতন করার অভিযোগ পাওয়াগেছে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন সূত্রে জানাগেছে, কেশবপুর কাটালতলা ভায়া বেলতলা সড়কে প্রতিদিন ২৫/২৬ টি ইজিবাইক চলাচল করে। প্রতিটি ইজিবাইক প্রতিদির ১/২ টিপ পায় এবং যাদের প্রতিদিন ২০০ থেকে ২৬০ টাকা উপার্যন করে অতি কষ্টে জীবন-যাপন করে।
কিন্তু উক্ত সড়কে কোন ইজিবাইক চলাচল করতে চাইলে ভোগতি গ্রামের ডালিম হোসেনকে এককালীন ৩ হাজার থেকে ৫ হাজার টাকা চাঁদা প্রদান করতে হয় এবং প্রতিদিন ৬৫ টাকা করে চাঁদা প্রদান করতে হয়। কেউ চাঁদা না দিতে চাইলে ডালিম তাকে অকথ্য ভাষায় গালি-গালাজ-সহ মারপিট করে। এব্যাপারে ডালিমের চাঁদাবাজির হাত থেকে রেহাই পেতে ২৪ জন ইজিবাইক চালক কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত আবেদন করেছেন।
এদিকে যশোর জাতীয় শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিল মফিজুর রহমান খান কেশবপুর কাটালতলা ভায়া বেলতলা সড়কে ভোগতি গ্রামের ডালিম হোসেনের চাঁদাবাজি বন্ধের জন্য জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের নিকট জোর দাবী জানিয়েছেন।