ওবায়দুল কাদেরকে ভারসাম্যহীন মনে হচ্ছে : ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকদিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মনে হচ্ছে তিনি খুব বিব্রত, কিছুটা বলা যেতে পারে ভারসাম্যহীন হয়ে গেছেন।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাসাস আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অনির্বাচিত সরকারের কখনোই নৈতিক শক্তি থাকে না। এ জন্যই রোহিঙ্গা ইস্যু নিয়ে বর্তমান সরকার মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা দূরে থাক, একটি শক্ত কথাও বলতে পারেনি। রোহিঙ্গা ইস্যুতে আজ বাংলাদেশ বিশ্বে বন্ধুহীন হয়ে পড়েছে।
জাসাসের সভাপতি অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জাকির হোসেন রোকনের পরিচালনায় সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল হাই শিকদার, জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান প্রমুখ বক্তব্য রাখেন।