রংপুর-৩ আসনের ফরম তুললেন এরশাদের ভাগনি টুম্পা
রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কিনেছেন হুসেইন মোহাম্মাদ এরশাদের ভাগনি মেহেজেবুন নেছা টুম্পা। এরশাদের মৃত্যুর কারণে আসনটি শূন্য হয়। বুধবার বিকেলে জাপার বনানীর কার্যালয় থেকে টুম্পার পক্ষে তার বড় ভাই ও দলের এমপি আজিজুর রহমান মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন।
আসনটির উপনির্বাচনের জন্য গত ২৫ আগস্ট মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাপা। এ পর্যন্ত তিনটি ফরম বিক্রি হয়েছে বলে জানা গেছে। মনোনয়ন ফরম নেওয়া অপর দুজন হলেন- জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ফখর উজ জামান জাহাঙ্গীর ও এস এম ইয়াসির।
গত ২৭ আগস্ট ইয়াসিরের পক্ষে মনোনয়ন ফরমটি কেনেন এরশাদপুত্র এরিক এরশাদ। এ আসনে রওশন পুত্র সাদ এরশাদও প্রার্থী হতে চান বলে দলের একটি সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, মেহেজেবুন নেছা টুম্পা এরশাদের বোন মেরিনা রহমানের মেয়ে। মেরিনা রহমান গত সংসদে জাপার এমপি ছিলেন। এমপি ছিলেন টুম্পার পিতা আসাদুর রহমানও।
এছাড়া টুম্পা জাপার সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্ত্রী। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের পরিচালক বলেও জানা গেছে।