বুধহাটায় এডিস মশার প্রজনন ধ্বংস করা কার্যক্রম পরিচালনা
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে এডিস মশার প্রজনন ধ্বংস করার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার (২৮ আগষ্ট) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার নেতৃত্বে বুধবার বুধহাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নওয়াপাড়া গ্রামে একার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসক সাতক্ষীরা মহোদয়ের নির্দেশক্রমে গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে এডিস মশার প্রজনন ধ্বংস করা হয়। এসময় সকলকে নিজেদের বাসা বাড়ির আঙিন, ছাদবাগান, ফুলের টব, নারিকেলের খোলা, গর্ত, ড্রেন, ভাঙ্গা হাড়ি পাতিলসহ যে সব স্থানে পানি জমে সে গুলি পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য অনুরোধ জানান হয়।
কার্যক্রম পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, বুধহাটা ইউপির ভারপ্রাপ্ত (প্যানেল) চেয়ারম্যান আলহাজ¦ শফিউল আলম খোকন, মেম্বার হাফেজ রবিউল ইসলাম প্রমুখ তার সাথে ছিলেন।