এবার ভারতের ‘জামাই’ হচ্ছেন ম্যাক্সওয়েল
ভারতীয় মেয়েরা যেন বিদেশি ছেলেদের পটাতে উস্তাদ। শোয়েব মালিক-সানিয়া মির্জার সংসারের খবর তো সবাই-ই জানেন। কদিন আগেই দুবাইয়ে মহা ধুমধাম করে হয়ে গেল আরেক পাকিস্তানি-পেসার হাসান আলির বিয়ে। কনে ভারতীয় কন্যা শামিয়া আরজু।
এবার তাদের দেখানো পথে বোধ হয় ভারতের ‘জামাই’ হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার মারকুটে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও। ভারতীয় এক কন্যার সঙ্গে চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তিনি।
তার নাম ভিনি রমন। তিনিই মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন, ম্যাক্সওয়েলের সঙ্গে তার ডেটিংয়ের ছবি ও ভিডিও। একটি নয়, কয়েকটি।
ভারতীয় কন্যার প্রেমে পড়া অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার অবশ্য ম্যাক্সওয়েল নন। তার আগে ২০১৪ সালে মাসুম সিং নামে ভারতীয় এক মেয়েকে বিয়ে করেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট।
ম্যাক্সওয়েলের সম্পর্কও হয়তো সেদিকেই গড়াচ্ছে। ভারতে আসলে ভিনি রমনকে নিয়েই বেশিরভাগ সময় কাটে তার। এখন শুধু শুভদিনের ঘোষণা আসার অপেক্ষা!