আলীপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ কে গণসংবর্ধনা
সাতক্ষীরা সদর উপজেলার ৭নং আলিপুরে ইউনিয়ন বাসির পক্ষ থেকে পূনঃ নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রউফ কে জাকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণসংবর্ধণা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল ৯ টায় আলিপুর ইউনিয়ন পরিষদ চত্তরে হাজার মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন বিশিষ্ট ব্যাবসায়ী শিক্ষানুরাগী ইউনিয়ন বাসির প্রিয় মানুষ আলহাজ্ব মোঃ আব্দুর রউফের সংবর্ধনা অনুষ্ঠানে লুৎফর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান হাবিব।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন সংগঠন, বিদ্যালয় ও বিভিন্ন শ্রেনী পেশার শত শত মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান। মানপত্র পাঠসহ বক্তব্য রাখেন সহ অধ্যক্ষ মাওলানা মহিদুল ইসলাম, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাকিব আল মেহেদী, মাহমুদপুর গার্লস কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র শীল, মোঃ গহর আলী, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ, খানপুর মাদ্রাসার সহকারী শিক্ষক আলহাজ্জ মুজিবুর রহমান, নিলুফা আক্তার রিতা, রেজাউল ইসলাম,আবু হাসান, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ছলুদা বেগম, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল্লা, ২নং ওয়ার্ডের মোঃ মোস্তাফিজুর রহমান বকুল, ইমান আলী, শফিকুর রহমান শফি, ৩নং ওয়ার্ডের মোঃ আসাদুজ্জামান আছা, ৪নং ওয়ার্ডের নুরুজ্জামান পল্টু, সাবেক মেম্বর মোঃ জামাত আলী, ৫নং ওয়ার্ড সদস্য,৬নং ওয়ার্ডের মোঃ রফিকুর রহমান রিন্টু, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ডাঃ মোঃ আনিছুর রহমান, ৮নং ইউপি সদস্য মোঃ মফিজুল ইসলাম, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন এছাড়া ৯টি ওয়ার্ডের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন।
উল্লেখ্য সারা দেশের অনুষ্ঠিত হয়ে যাওয়া বিগত ২০১৬ সালের ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলিপুরে ৯টি ওয়ার্ডের মধ্যে ৪টি কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় পূনঃ নির্বাচন ১১ জুলাই ২০১৯ বাকি ৪টি কেন্দের নির্বাচনের মধ্যে দিয়ে ইউনিয়ন বাসির জনসমর্থনে ভোটের মাধ্যমে আব্দুর রউফ জয় লাভ করেন। সরকারী নীতিমালা অনুযায়ী জেলা প্রশাসনের উদ্যেগে ২৭ আগস্ট শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণের মধ্যে দিয়ে ২৯ আগস্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন।
সরকার কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ এর উদ্যোগে শুক্রবার থেকে ইউনিয়নের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে এডিস মশা নিধনের বিষয়ে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে তিনি ঘোষনা দেন। ইউনিয়নবাসিকে নিজ নিজ জায়গা থেকে এডিস মশা নিধনের বিষয়ে কাজ করার আহব্বান জানান এবং সকল গ্রাম পুলিশ কে যথাযথ ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষের জন্য ইউনিয়ন পরিষদে ২৪ ঘণ্টা সেবার জন্য একটি এ্যাম্বুলেন্স প্রদান করার ঘোষনা দেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রউফের মেয়ে নিলুফা আক্তার রিতা। আলীপুর ইউনিয়ন বাসির পক্ষ থেকে আয়োজিত সমগ্র সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন সীমান্ত আদর্শ কলেজের শিক্ষক মোঃ আতাউর রহমান।