আমরা কিছু একটা শিখে এসেছি
পেলে নেইমারের দেশে পুরো একটা মাস ফুটবল প্রশিক্ষণ নিয়ে ঢাকায় ফিরে খুব চাঙ্গা চার কিশোর ফুটবলার লতিফুর রহমান নাহিদ, ওমর ফারুক মিঠু, নাজমুল হোসেন আকন্দ এবং যোগেন লাকড়া। ঢাকায় ফিরেছে একাডেমিতে যোগ দিয়েছেন খেলোয়াড়রা। এখনো ঘোর কাটেনি। মনে হচ্ছে দুঃস্বপ্নের মধ্যে কাটছে তাদের।
টানা এক মাস প্রশিক্ষণ নিয়েছেন ব্রাসিলিয়ায় গামা ফুটবল ক্লাবে। ছিলেন হোটেলে। গাড়ি এসে নিয়ে যেতো। যাওয়া আসার পথে চোখে পড়ত দুই পাশের নানা চিত্র। নানা ঘটনা। আর মনে হতো এই ফুটবলের দেশের কত মানুষের আসার স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়েছে। আবার তারা নিজেরা কত ভাগ্যবান যে, দেশের লাখ লাখ ফুটবলার হতে বাছাই করা খেলোয়াড়দের মধ্য থেকে চার জনকে তুলে নিয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়। বিমান ভাড়া, হাত খরচ দিয়ে পাঠিয়ে ছিল ব্রাজিলে। আর ঢাকায় ব্রাজিলের রাষ্ট্রদূত গামা ক্লাবের সঙ্গে সংযোগ ঘটিয়ে দেন। মাঝখানে শেখ মো. আসলাম, খন্দকার রকিবুল ————-খেলোয়াড়দের পাঠানোর পেছনের অন্যতম কারিগর।
সেই খেলোয়াড়রা ঢাকায় ফিরে বললেন, ‘এই একমাসে ফুটবলের কিছুই শেখা সম্ভব না। খুব একটা পরিবর্তনও হয় না। তারপরও বলব ওদের প্রশিক্ষণ দেখলে পরিবর্তন হয়। অনুসরণ করলেও পরিবর্তন হয়। আমরা কিছু একটা শিখেছি বলব।’
বাংলার এই চার কিশোর ব্রাজিলের মাটিতে দাগ ফেলে এসেছেন। তাদের পারফরম্যান্স গামা ক্লাবের কোচ কর্মকর্তাদের চোখে পড়েছে। ঢাকায় ফেরার আগে চার ম্যাচের টুর্নামেন্ট খেলেছিল বাংলাদেশের কিশোররা। চার ম্যাচের টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৮) চ্যাম্পিয়ন হয়েছে। ট্রফিও পেয়েছেন তারা। ওমর ফারুক মিঠু দুই ম্যাচে দুই গোল করেছেন, ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কারও পেয়েছেন তিনি।
নিজেদের দেখার অভিজ্ঞতা বর্ণনা করে মিঠুরা জানিয়েছেন ওখানে প্রত্যেকটা ক্লাবে সব বয়সের ফুটবলারদের নিয়ে দল রয়েছে। যেসব খেলোয়াড়ের গাড়ি নেই, গাড়ি তাদের বাসায় গিয়ে অনুশীলন মাঠে নিয়ে আসে। আছে আকর্ষণীয় বেতন।
খেলোয়াড়রা জানিয়েছেন হাই পাওয়ার ট্রেনিং একটা মানুষকে খুব সহজেই বদলে দেয়। খেলোয়াড় হতে যা কিছু প্রয়োজন তা করে দেয়। খেলোয়াড়রা বললেন, ‘ওখানে সিনিয়ররা যেভাবে খেলে জুনিয়রারও সেভাবে একই গতিতে খেলে। শুধুমাত্র বয়সের সঙ্গে সঙ্গে খেলা চেঞ্জ হয়, ফিটনেসও চেঞ্জ হয়।
ব্রাজিলে একমাসের অনুশীলন ভুলতে পারছে না বাংলাদেশের আকন্দ, যোগেন লাকড়া, ওমর ফারুক মিঠু, লতিফুর রহমান নাহিদরা। এই ফুটবলাররা বলছে ব্রাজিলে আরো বেশি সময় অনুশীলন করার সুযোগ পেলে ভালো হতো। ব্রাজিল থেকে ফিরেছেন চার জন। তারপরও চোখে এখনও রোমাঞ্চকর দিনগুলো লেগে আছে। সঙ্গে ব্রাজিলের উন্নত প্রশিক্ষণের হাতছানি।