সাতক্ষীরায় বাস ধর্মঘট প্রত্যাহার
সাতক্ষীরায় বাস শ্রমিকের মারপিটের ঘটনায় জেলা ব্যাপী ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।মারপিটের ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে বাস মালিকপক্ষ ও স্থানীয় পুলিশ প্রশাসনে আশ্বাসে উভয় পক্ষের সম্মতিতে এই বাস ধর্মঘট প্রত্যাহারের সিন্ধান্ত গৃহীত হয়।এতে শ্রমিকদের শান্ত থাকতে অনুরোধ করে এবং ঘটনায় দোষিদের শাস্তির আশ্বাস দেওয়া হয়।
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুর করিম সাবু বলেন,জনগণের ভোগান্তি লাঘবে ও ঘটনায় জড়িতদের গ্রেফতারের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মোস্তাফিজুর রহমান বলেন,প্রশাসনের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।ঘটনায় সদর থানায় ৫/৭ জনকে আসামী করে একটি মামলা করা হয়েছে।আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১ টার দিকে শহরের পৌর দীঘির পাড় এলাকায় বাস ও মোটরসাইকেল চালকদের সাইড দেওয়া কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায় মোটরসাইকেল চালককে বাস কন্টাক্টর মারপিট করলে তাকে গুরুতর অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে,সকাল ১০ টার দিকে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় বাসে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাস কন্টাক্টরের সাথে যাত্রীদের হাতাহাতি হয়।পরে তাকে স্থানীয় যুবকেরা মারপিট করে মারাত্মকভাবে আহত করে।তকেও সদর হাসপাতালে ভর্তি করা হয়।
Please follow and like us: