চুরি করে ধরা খেলেন ট্রাম্পের ‘ভারতীয়’ বিজনেস পার্টনার
বিমানবন্দর থেকে যাত্রীদের মালপত্র চুরির দায়ে আমেরিকায় গ্রেফতার হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন বাণিজ্যিক অংশীদার ভারতীয় বংশোদ্ভূত হোটেল ব্যবসায়ী দীনেশ চাওলা। জেরায় অপরাধ স্বীকার করেছেন চাওলা।
অভিযোগ, গত শনিবার আমেরিকার মেমফিস বিমানবন্দর থেকে একটি স্যুটকেস চুরি করে পার্কিং লটে নিজের গাড়িতে রাখেন চাওলা। তার পরে বিমানবন্দরে ফিরে গিয়ে বিমান ধরেন।
সিসিটিভি ফুটেজ দেখে পার্কিং লটে রাখা ওই ব্যবসয়ীর গাড়ি তল্লাশি করে চোরাই স্যুটকেস ছাড়াও আর একটি স্যুটকেস উদ্ধার করে পুলিশ। জানা যায়, দ্বিতীয় স্যুটকেসটি একমাস আগে ওই বিমানবন্দরের ভিতর থেকে চুরি গিয়েছিল। মেমফিসে ফিরে এলে দীনেশ চাওলাকে গ্রেফতার করে পুলিশ।
খবরে প্রকাশ, চাওলা হোটেলস সংস্থার সিইও পদে রয়েছেন। জেরায় জোড়া স্যুটকেস এবং তাদের ভিতরে থাকা প্রায় ৪,০০০ ডলার মূল্যের জিনিস চুরির কথা স্বীকার করেছেন এই ব্যবসায়ী।
শুধু তাই নয়, এ পর্যন্ত অসংখ্য স্যুটকেস চুরি করেছেন বলেও দাবি করেছেন চাওলা। চুরি করা অপরাধ জানা সত্ত্বেও স্রেফ রোমাঞ্চের টানেই তিনি এই প্রবৃত্তি রপ্ত করেছেন বলেও জানিয়েছেন এই ভারতীয় বংশোদ্ভূত হোটেল ব্যবসায়ী।
পুলিশ জানিয়ছে, দীনেশ ও তার ভাই সুরেশ চাওলা যৌথ ভাবে হোটেল ও মোটেল চেনের ব্যবসা করেন। সম্প্রতি ক্লিভল্যান্ডে এক বিলাসবহুল হোটেল নির্মাণ করছে তাদের সংস্থা।
ওই হোটেল তৈরিতে গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাদের সঙ্গে গাঁটছড়া বাঁধা ছিল ট্রাম্প অর্গ্যানাইজেশন-এর। কিন্তু ওই মাসে ব্যবসা থেকে সরে দাঁড়ান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও তার ভাই এরিক ট্রাম্প।
তবে ব্যবসা ছাড়ার জন্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জেমোক্র্যাটদেরই দূষেছেন ট্রাম্প ভাইয়েরা। ব্যবসায়িক অংশীদার হিসেবে তারা বরং চাওলাদের প্রশংসাই করেছেন।