এসআই আসাদ সাদিকের উপরে সাবেক চেয়ারমানের ষড়যন্ত্র:বদলীর হুমকি
সাতক্ষীরার কলারোয়ায় মামলার তদবিরে ব্যর্থ হয়ে সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আসাদ সাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত সাবেক চেয়ারম্যান অজিয়ার রহমান। নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ মামলা ও একাধিক মাদক মামলার আসামীদের আটকের পর তাদের পক্ষে তদবীর করে তা ব্যর্থ হওয়ায় আইসি আসাদ সাদিকের বিরুদ্ধে ভিত্তিহীন অপ প্রচার চালিয়ে জেলা পুলিশের উর্দ্ধৃতন কর্মকর্তার কার্যালয়ে বানোয়াট ও মিথ্যা অভিযোগ দিয়ে ষড়যন্ত্রের জাল বিছিয়ে বদলী করার হুমকী দিয়েছেন সাবেক এই চেয়ারম্যান।
সৎ,যোগ্য, নিষ্ঠাবান অন্যায়ের প্রতি আপোষহীন আইনের প্রতি অনড় শ্রদ্ধা আর খাঁটী ইউনির্ফম পরিহীত মর্যাদাশালী দায়িত্ববান অফিসার হয়ে সঠিক পথে জনগণের সেবা দিয়ে চলা সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আসাদ সাদিক দীর্ঘ দশ মাসের বেশী সময় ধরে সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্ব নিয়ে নীরিহ মানুষের সেবায় অন্যায়ের বিরুদ্ধে আইনের শক্তি প্রয়োগ করে ক্যাম্প এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখে অপরাধী আসামীদের আইনের কাছে সোপর্দ করে সেই লক্ষ্য তিনি কাজ করে চলেছেন।
৩১শে জুলাই ২০১৯ রাত সাড়ে ১১টার দিকে ওফাপুর পালপাড়া শ্বাশ্মান ঘাট থেকে ২১ পিচ ইয়াবাসহ ওফাপুর গ্রামের গোলাম মোস্তফা দফাদারের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান ওরফে মনি দফাদার (৪৩) কে আটক করেন আইসি আসাদ সাদিক। আটক মনি দফাদারের স্বীকারোক্তি মোতাবেক মাদক বিক্রয়ের অভিযোগে সদর উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মশিউর রহমান ওরফে মনির (৪০) কে গ্রেফতার করে মাদক মামলায় জেল হাজতে চালান করে দেয়া হয়। আটক মনি দফাদার ও তার সহযোগী গালকাটা হারুন এবং ধর্ষক ইমান আলীর মদদদাতা গদফাদার সাবেক ইউপি চেয়ারম্যান জনপ্রতিনিধি অজিয়ার রহমান সরসকাটি পুলিশ ফাঁড়ি থেকে তাদের ছাড়ানোর জন্য আইসি আসাদ সাদিকের উপর চাপ প্রয়োগ করলে তা ব্যার্থ হয়ে সততার সাথে আইনের দায়িত্ব পালন করে চলা ইনচার্জ আসাদ সাদিকের সুনামে ঈর্ষান্তিত হয়ে তার সুনামকে দূনামে পরিনত করতে সন্ত্রাসী ও মাদকের মদদদাতা চেয়ারম্যান অজিয়ার রহমান ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্রের অংশে লিপ্ত থেকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মনগড়া তথ্যের ভিত্তিতে অভিযোগ দায়ের করার হুমকি দিচ্ছেন ।