সাতক্ষীরা ডাকঘরের প্রধান পরিদর্শক’র বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
সাতক্ষীরা ডাকঘরের প্রধান পরিদর্শক অরুন কৃষ্ণ’র বিরুদ্ধে মোটা অংকের অর্থের বিনিময়ে পোষ্ট মাষ্টার (ই.ডি.এ) পদে নিয়োগ দেয়ার মিথ্যা অভিযোগ করেছে ভালুকাচাঁদপুর গ্রামের কামরুজ্জামানের মেয়ে আম্বিয়া খাতুন।
সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ না পেয়ে প্রধান পরিদর্শক অরুন কৃষ্ণ’র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার পায়তারা করছে আম্বিয়া খাতুন। আম্বিয়া খাতুন বলেন, ‘ভালুকাচাঁদপুর ডাকঘরের ইডিএ পদে নিয়োগের জন্য প্রধান শাখা কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি আবেদন করি এবং নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২৯ মার্চ লিখিত পরীক্ষায় আমিসহ ৯ জন প্রার্থী অংশ গ্রহণ করি। লিখিত পরীক্ষার আগের দিন পোষ্ট মাষ্টার রহিমা খাতুনের মাধ্যমে আমার কাছে ঘুষের প্রস্তাব দেয়া হয়। কিন্তু আমি দরিদ্র পরিবারের হওয়ায় তার চাহিদা মত টাকা না দিতে পারায় আমাকে চাকুরীটা দেয়া হয়নি।’ সাতক্ষীরা ডাকঘরের প্রধান পরিদর্শক অরুন কৃষ্ণ বলেন, ‘পোষ্ট মাষ্টার (ই.ডি.এ) পদে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে কোন প্রকার অবৈধ লেনদেন হয়নি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা, সাজানো এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি কোন ধরনের লেনদেনের ব্যাপারে অবগত নয় এবং নিয়োগ প্রক্রিয়া বিভাগীয় স্যারদের তত্বাবধানে হয়েছে, এখানে আমাদের কোন এখতিয়ার নেই।’