রোহিঙ্গা বিষয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে যা কিছু করার দরকার তা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার করে যাচ্ছে এবং পররাষ্টমন্ত্রণালয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। এখন আমাদের প্রয়োজন সকলের একটি সম্মিলিত উদ্যোগ। আমরা বিশ্বের সব দেশের সাথে যোগাযোগ রক্ষা করছি এবং সকলের চেষ্টায় মিয়ানমারকে তাদের মত বদলাতে হবে। আমরা দেখছি কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা রোহিঙ্গাদের মধ্যে থেকে বিভ্রান্তি ছড়িয়ে তাদের নিজ বাসভূমে ফেরৎ পাঠাতে কিছুটা নিরুৎসাহিত করছে এই রকম খবরও আসছে। আমি আশা করি সকল বিষয় বিবেচনা নিয়ে সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে সহসাই সফল হতে পারব।
তিনি আরো বলেন, চাঁদপুরে মেঘনার ভাঙন প্রতিরোধে ২০০৮ সালের নির্বাচনে আমরা অঙ্গীকার করেছি, ২৯ কিলোমিটার বাঁধ দিয়ে সেই ওয়াদা রক্ষা করেছি। কিন্তু প্রতিবছর বর্ষা মৌসুমে প্রচন্ড ঘূর্ণায়নের কারণে শহর রক্ষাবাঁধ ভাঙন দেখা দেয়। আমরা এটিকে স্থায়ী রক্ষাবাধ দেয়ার জন্য উদ্যোগ নিয়েছি। তাৎক্ষনিক ভাবে পুরাণ বাজার হরিসভা এলাকায় ভাঙন প্রতিরোধে ১৩৪ মিটার র্দৈঘ্য এবং ৭০ ফুট প্রস্থে ২৯ হাজার বালি ভর্তি জিইও ব্যাগ ফেলা হয়েছে এবং আরো ১ হাজার ব্যাগ ফেলা হবে। এই কাজে জরুরি ভিত্তিতে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে। পরে তিনি হরিসভা মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর একটি অনুষ্ঠানে বক্তব্যদেন।
এ সময় তার সাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. মঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হানসহ আওয়ামী লীগের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।