কাদাকাটিতে ডিশ লাইনের মালামাল লুটের প্রতিবাদ ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবীতে মানববন্ধন
আশাশুনি উপজেলার কাদাকাটিতে ডিশ লাইনের তার ও ডিবি লুটপাটের প্রতিবাদে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের পাশাপাশি গোল্ডেন ক্যাবল টিভি নেটওয়ার্ক এর লাইন এলাকায় শান্তিপূর্ণ ভাবে চালু রাখার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ আগষ্ট) কাদাকাটি টু প্রতাপনগর সড়কের তালবাড়িয়া নামক স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তাগণ বলেন, গোল্ডেন ক্যাবল টিভি নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী মুন্নার প্রতিনিধি হিসাবে সাদ্দাম, অভিজিৎ, অসীম, দ্বীজেন, পঙ্কজ, তাপস, কিশোরী ও প্রকাশ তালবাড়িয়া, ঝিকরা, করচাখালী, টেংরাখালী, যদুয়ারডাঙ্গা, তেতুলিয়া ও শাহনগর গ্রামে সাতক্ষীরা জেলায় চালু থাকা লাইন সংযোগ দিয়ে ডিশ ব্যবসার কার্যক্রম শুরু করেছেন। কোন সংযোগ ফি নিচ্ছেন না। অপরদিকে সাতক্ষীরা ভিশনের নাম ব্যবহার করে অমৃত সানা, দিপংকর ও রাহুল একই এলাকায় বাঁকা থেকে খুলনার লাইন সম্প্রচার করাচ্ছেন। তারা গ্রাহকদের থেকে ১০০০ টাকা সংযোগ ফি নিয়ে সংযোগ দিচ্ছেন। ফি না দিলে এবং তাদের কাছ থেকে সংযোগ না নিলে হুমকী ধামকী ও ভয়ভীতি দেখাচ্ছেন। এমনকি তালবাড়িয়া ব্রীজের উপর দাড়িয়ে অমৃত সানা মোবাইলে তার লোকদের রড-লাঠি নিয়ে আসতে হুকুম দেন। এতে এলাকার মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং তারা সাদ্দাম দিং এর লাইন নেওয়ার পক্ষে স্থির থাকে। এতে ক্ষিপ্ত হয়ে অমৃত সানা দিং ২৪ আগষ্ট দলবল ও পুলিশ নিয়ে তেতুৃলিয়া থেকে টেংরাখালী পর্যন্ত প্রতিপক্ষের ২ ড্রাম ডিশের তার ও ২০টি ডিবি খুলে নিয়ে যায়। ফলে তাদের সংযোগ সম্পূর্ণভাবে তছনছ হয়ে গেছে।
এর প্রতিবাদে এলাকার শত শত মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। অভিজিৎ সানা, অসীম মন্ডল, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি অপূর্ব সরকার, সহ-সভাপতি রাজু সানা, পংকজ সরকার, মন্টু বিশ্বাস, কিশোরী মন্ডল, দীজেন সরকার, অলোক বাইন প্রমুখ বক্তব্য রাখেন। বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দিপের বাস ভবনে যায়। এসময় তারা লুটপাটকারী, ডিশ লাইন সংযোগ বিচ্ছিন্নকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং এলাকাবাসীর পছন্দনীয় গোল্ডেন ক্যাবল নেটওয়ার্ক লাইন সংযোগ নিশ্চিত করতে জোর দাবী জানান। অন্যথায় তারা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে আল্টিমেটাম ঘোষণা করেন। বিক্ষোভ সম্পর্কে অপর পক্ষ মেম্বার অমৃত সানা বলেন, তারা কাদাকাটি ইউনিয়নে ফ্রেন্ড ক্যাবল এন্ড স্টার নেট ভিশন এর নামে বিটিবি লাইসেন্স প্রাপ্ত। স্বত্ত্বাধিকারী অমল কৃষ্ণ তরফদার। মানিকখালী ব্রীজের কারণে দুই মালিকপক্ষ (সাতক্ষীরা ও বাকা) আপাতত বাঁকার লাইন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। শীঘ্রই সাতক্ষীরার লাইন চালু হবে। সার্ভিস তার কিনলে সংযোগ ফি লাগবেনা।