আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা
সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বেলা ১২টায় মাদ্রাসার আয়োজনে অধ্যক্ষের রুমে আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান। এসময় তিনি বলেন, মাদ্রাসার বিশেষ ক্লাসে পাঠদানের সময় ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের ধারনা দিতে হবে। আমরা সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ করা দ্রুত সম্ভব হবে। সাতক্ষীরার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে প্রামাণ্যচিত্র দেখানো হচ্ছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ আজাদী, প্রভাষক মনিরুল ইসলাম, আনারুল ইসলাম, নুর আহম্মদ, নাসির উদ্দিন, মাওলানা তৈয়েবুর রহমান, খাদিজা খাতুন, মেহেরুন নাহার,মো. সাইফুল ইসলাম, মো. শহীদুল্লাহ প্রমুখ। ডেঙ্গু প্রতিরোধে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহছানিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া। এসময় ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।