সুন্দরবনের সকল পাস বন্ধ; জেলেদের মানববন্ধন
সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনের মাছ কাঁকড়া সহ সকল পাস বন্ধ করে দেওয়ায় মঙ্গলবার সকাল দশটায় মুন্সিগঞ্জ দক্ষিণ কদমতলা ফরেস্ট স্টেশনের সামনে মানববন্ধন করেন জেলারা। মানববন্ধনে জেলেদের পক্ষে কাঁকড়া জেলে নাজমুল গাজী বলে সুন্দরবনের জেলেদের পাস না দিলে আমরা সহ আমাদের পরিবার না খেয়ে মারা যাবে মুন্সিগঞ্জ হরিনগর কাঁকড়া জেলে আফজাল বলে সুন্দরবনের প্রবেশ করতে না দিলে আমরা সহ সকল জেলে মানববন্ধনসহ অনশন ধর্মঘট পালন করব।
এসময় মুন্সিগঞ্জ দক্ষিণ কদমতলা স্টেশনের স্টেশন কর্মকর্তা নুরুল আলম বলে জেলেদের উদ্দেশ্যে আপনাদের পাস দেওয়ার জন্য আমি বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবো তাছাড়া আপনাদের দাবি-দাওয়া কথা তুলে ধরব নুরুল আলম আরো বলেন বন বিভাগের একটি দাবি আছে জেলেরা বলেন বন বিভাগের সকল দাবি আমরা মেনে নিতে রাজি আছি নুরুল আলম বলেন সুন্দরবনে জেলেরা বিষ দিয়ে মাছ ধরে সেই সমস্ত জেলেদের ধরাইয়া দিতে হবে এবং ঐ সমস্ত জেলেদের আইনের আওতায় এনে তাদের আইনগত ব্যবস্থা নিতে হবে। জেলেরা একবাক্যে বলেন আমরা রাজি আছি। নুরুল আলম বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি আগামী মাসের ১ তারিখ থেকে সকল পাশ দেওয়া হবে।