হাত পায়ের গিঁটে কালো দাগ দূর হবে এই উপায়ে
হাতের রঙের সঙ্গে মুখের রঙের বেশ পার্থক্য! হাত পায়ের গিঁটে এক ধরণের কালো দাগ পড়েছে? যা খুবই অস্বস্তিকর। চটজলদি সেই দাগ ভ্যানিশের উপায়-
১) হলুদের গুঁড়ো ও দুধের সর- দুধের সর ১ চামচ এবং আধা চামচ হলুদ গুঁড়ো নিয়ে তাতে ২ থেকে ৩ ফোঁটা বাদামের তেল মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। এরপর আঙুলের যেসব জায়গা কালো হয়ে গেছে সেগুলোতে এই প্যাকটি ভালো করে ম্যাসাজ করে নিন। ২০ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার ব্যবহার করলে দ্রুত ও কার্যকারী ফল পাওয়া যায়।
২) চিনি লেবুতে স্ক্রাবিং- ১ চামচ লেবু, ২ চামচ মধু ও ১ চামচ চিনি ভালো করে মিশিয়ে নিন। এবার আঙুলের গিঁটে মিশ্রণটি লাগিয়ে ১৫ মিনিট ম্যাসাজ করুন। কালচে দাগ দূর করতে লেবুর ব্লিচিং এজেন্ট খুবই কার্যকারী এবং মধুর প্রাকৃতিক ময়েশ্চারাইজার ত্বকের রুক্ষতা দূর করে ফুটিয়ে তোলে মসৃণভাব। যা আঙুলের গিঁট থেকে কালো দাগ তুলতে একেবারে অব্যর্থ টোটকা।
৩) ১ চামচ দুধের সরের সঙ্গে মিশিয়ে নিন ভিটামিন ই-র একটি ক্যাপসুল। তারপর ১০ মিনিট এই পেস্টটি ম্যাসাজ করুন, কালো ভাব দূর হবে। প্রতিদিন এটি ব্যবহার করা যেতে পারে।