ভারতে ভারি বৃষ্টিপাতে ২৮ জনের প্রাণহানি
ভারতের ভারী বৃষ্টিপাতে হিমাচল প্রদেশ, উত্তরখণ্ড ও পাঞ্জাবে অন্তত ২৮ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এতে এখনো নিখোঁজ রয়েছে ২২ জন। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবারের প্রবল বৃষ্টির কারণে ওইসব রাজ্যে প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই হিমাচল প্রদেশের। শুধু হিমাচল প্রদেশেই ২৪ জনের মৃত্যু হয়।
সেইসঙ্গে যমুনা ও অন্যান্য উপনদীতে পানির স্তর বৃদ্ধি পাওয়ায় দেশটির দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর প্রদেশে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি নিচু অঞ্চলে বসবাসরত লোকদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজ চলছে।
এছাড়া দেশটির উদ্ধার কর্মী ও সেনাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
Please follow and like us: