দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে দিনব্যাপী অভিযান
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার সম্ভাব্য আবাসস্থল বিনষ্ট করতে দিনব্যাপী অভিযান পরিচালিত সহ জনসচেতনতা সৃষ্টিতে জনসাধারণের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার সকাল থেকে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজী’র নেতৃত্বে দেবহাটা সদর ইউনিয়নের টাউনশ্রীপুর বাজার সহ প্রায় প্রত্যেকটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে এডিস মশার সম্ভাব্য আবাসস্থল সমুহ বিনষ্ট করা হয়। এসময় দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের সচিব কামরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ইউপি সদস্য গোলাম মোক্তার, মাহবুবুর রহমান বাবলু, আজগর আলী, ইউপি সদস্যা শাহনাজ পারভীন, রোকেয়া বেগম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: