দেবহাটায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার
দেবহাটা থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে মহিদুল ওরফে মহিদ এবং ফারুক হোসেন নামের পৃথক দুটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নির্দেশনায় শনিবার রাতে গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) নয়ন চৌধুরী, এসআই (নিঃ) মুনিরুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা সিআর ৪৯/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী দেবহাটার পলগাদা গ্রামের নওফের উদ্দীনের ছেলে মহিদুল ওরফে মহিদ এবং একই গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে সিআর ৯২/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ফারুক হোসেনকে গ্রেফতার করে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা।
Please follow and like us: