জেলা নাগরিক কমিটির সভায় জলাবদ্ধতা নিরসনে সকল বাধা অপসারণের দাবী
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি সাতক্ষীরা শহরসহ জেলার জলাবদ্ধাতা নিরসনের সকল বাধা অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ স ম আলাউদ্দিন মিলনায়তনে কমিটির বিশেষ বর্ধিত সভায় এ আহবান জানানো হয়।
সভার বলা হয়, সাতক্ষীরা পৌর এলাকাসহ বিভিন্নস্থানে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না রেখে যত্রতত্র অবকাঠামো নির্মাণ, মাছ চাষ ও অবৈধ দখলের কারণে সামান্য দু’একদিনের বৃষ্টিতে ভয়াবহ জরাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরেরই অনেক স্থানে ঘর-বাড়িতে পানি উঠেছে। অনেকে বাড়িতে রান্না-বান্না করতে পারছে না। অনেক বাড়ি-ঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। মানুষ ঘর হতে বের হতে পারছে না। সভায় আরো বলা হয়, সারা মৌসুমে বর্ষা না হওয়ার পর মাত্র দু’একদিনের বৃষ্টিতে যে অবস্থা সৃষ্টি হয়েছে স্বাভাবিক বৃষ্টিপাত হলে পরিস্থিতি আরো ভয়ংকর হয়ে উঠতে পারতো। এমতাবস্থায় পানি নিষ্কাশনের বাধাগুলো চিহ্নিত করে দ্রুত সকল বাধা অপসারণের দাবী জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম। বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, প্রফেসর আব্দুল হামিদ, এড. সৈয়দ ইফতেখার আলী, সাংবাদিক সুভাষ চৌধুরী, এড. শেখ আজাদ হোসেন বেলাল, মধাব চন্দ্র দত্ত্ব, বিশ্বনাথ ঘোষ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, আলী নূর খান বাবলু, অ্যাড. মনির উদ্দিন, মনিরুজ্জামান, খুরশিদ জাহান শীলা, সাংবাদিক আব্দুল বারী, এম কামরুজ্জামান, আবুল কাশেম, অপারেশ পাল, অ্যাড. বদিউজ্জামান, ফরিদা আক্তার বিউটি, অ্যাড. আল মাহামুদ পলাশ, কবি মন্ময় মনির, ভূমিহীন নেতা আব্দুস সামাদ ও আবুল কালাম আজাদ। এছাড়াও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।
সভায় জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত সদস্যবৃন্দ। এরমধ্যে ডেঙ্গু পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, নারী অধিকার, যানজট, শহরের সাম্প্রতিক উচ্ছেদ, দ্রুত বাইপাস সড়ক পূর্ণাঙ্গভাবে খুলে দেওয়া, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনাসহ দাবী দাওয়া সম্বলিত স্মারকলিপি পেশের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
সভায় দ্রুত সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন, কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকীতে জেলার নাগরিক আন্দোলনের প্রয়াত অন্যান্য নেতৃবৃন্দ সাইফুল্লাহ লস্কর, এড. ফিরোজ আহমেদ, আশরাফুল আলম টুটু, আবু নাসিম ময়না, কাজী সাইদুর রহমানসহ অন্যান্যদেরকে এক অনুষ্ঠানে স্মরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।