জেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা ও ভালবাসায় জাতীয় শোক দিবস পালিত
সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গভীর শোক, শ্রদ্ধা ও ভালবাসায় পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯।
এ উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অর্ধনমিত-ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মো. ইলতুৎমিশ, সাবেক সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মাকসুদুর রহমান, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল হক, জেলার মো. আবু জাহেদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিস সরদার, জেলা মহিলা আওমীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা, ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার, দিবা নৈশ কলেজের অধ্যক্ষ কে.এম সফিকুজ্জামান, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, জেলা স্কাউটসের সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান উল্লাস, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ফারহা দিবা খান সাথী, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী প্রমুখ।
কর্মসূচিতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন।