সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মালামাল উদ্ধার:আটক -১
সাতক্ষীরায় চলছে বিজিবির চোরাচালান বিরোধী নিয়মিত অভিযান । গত মঙ্গলবার ও আজ বুধবার দুইদিন ব্যাপী এ অভিযান পরিচালনা করে ভারতীয় মালামাল সহ আটক এক ব্যক্তি।
আটক মোঃ জাহাংগীর আলম জেলার ভাদিয়ালী গ্রামের মোঃ আনসারের ছেলে।
কাকডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নুর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাংগীর আলমকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ভারতীয় কসমেটিক সামগ্রী এবং নরম্যাক্সিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কসমেটিক এবং নরম্যাক্সিন ট্যাবলেটের মূল্য ষাট হাজার ৫শ ৩০ টাকা।
তিনি আরো জানান, আটককৃত আসামীকে ভারতীয় মালামালসহ কলারোয়া থানায় হ্স্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার,এসকল আটকের কথা নিশ্চিত করেন।
Please follow and like us: