কেশবপুরে ১৪টি জলাশয়ে ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তকরণ
কেশবপুর উপজেলা মৎস্য অধিদপ্তরে আয়োজনে অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক ১৪টি জলাশয়ে ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল বারীর পরিচালনায় বুধবার সকালে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মনিশ কুমার মন্ডল ও খুলনার সহকারী পরিচালক বদরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, সহকারী মৎস্য অফিসার এম আলমগীর কবীর প্রমুখ।
Please follow and like us: