তালায় ঈদুল আযহা উপলক্ষে ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
তালায় ঈদুল আজহা উপলক্ষে ইসলামকাটির সুজনসাহা একতা ক্লাবের পক্ষ থেকে দুইদিন ব্যাপি ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে । ৭নং ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একতা ক্লাবের সভাপতি সুভাষ চন্দ্র সেন মঙ্গলবার সকালে ক্রিকেট বল ছুড়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো তালা উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাংবাদিক আব্দুল জব্বার, মেম্ভর সোহরাব হোসেন সহ এলাকার গন্যমান্য বেক্তিবর্গ। ক্রিয়া প্রতিযোগিতার মধ্যে লম্বা দৌড়,মোরগ লড়াই,বিস্কুট দৌড়,উচ্চ লাফ,বস্তা দৌড়,দড়ি টানা খেলার আয়োজন করা হয়।
ক্লাবের অন্যতম সদস্য এনামুল হক মাসুম বলেন ক্লাবটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে সদস্য শতজন ছাড়িয়ে গেছে।ধুমপান কে নিরুৎসাহিত করা,বাল্যবিবাহ রোধ,পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার উপকারিতাসহ স্থানীয় প্রয়োজনে সব সময় তারা সোচ্চার।ক্লাবটি সম্পূর্ণ মাদক ও রাজনীতি মুক্ত।
প্রতিযোগীতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয়কে সহ সকল প্রতিযোগীর মাঝে বিকালে পুরষ্কার বিতরণ করা হয়।দ্বিতীয় দিনে ক্লাবের সকল সদস্যদের নিয়ে নৌকা ভ্রমণের আয়োজন করেছে ক্লাবটি এবং রাতে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করেছে।