বাঘাইছড়িতে দুই জেএসএস নেতাকে ব্রাশফায়ারে হত্যা
রাঙামাটির বাঘাইছড়িতে রোববার রাতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের দুই নেতাকে ব্রাশফায়ারে হত্যা করেছে দরবৃত্তরা।
নিহতরা হলেন, জেএসএস’র সহযোগী সংগঠন যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শতসিদ্ধি চাকমা, বাঘাইছড়ি উপজেলা কমিটির নেতা এনো চাকমা।
বাঘাইছড়ি থানার ওসি এম.এ মনজুর বলেন, উপজেলার বাবুপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটেছে। ওই এলাকা জেএসএস’র এমএন লারমা গ্রুপের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সন্তু লারমার জেএসএস ও প্রসীত খীসার ইউপিডিএফ’র মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে।
Please follow and like us: