নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আরেক শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশুটির নাম অভিজিৎ সাহা (১১)। সে শহরের আমলাপাড়ার মন্টু সাহার ছেলে। অভিজিৎ চাষাঢ়ায় মাউন্টেন স্কুলে পড়াশোনা করত।
অভিজিতের মামাতো ভাই অজয় সাহা প্রথম আলোকে বলেন, অভিজিৎ গত সোমবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। বমির সঙ্গে রক্ত যেত ছেলেটির। শুরুতে তাকে নারায়ণগঞ্জে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে গেন্ডারিয়ার ধুপখোলায় আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
Please follow and like us: