গরু জবাই করতে গিয়ে চাপাতি ঢুকে গেল শিশুর পেটে
গরু জবাই করতে গিয়ে চাপাতি পেটে ঢুকে গেল এক শিশুর পেটে। সোমবার সকালে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউপির বড়কান্দি গ্রামে।
নিহত শিশুর নাম মৌমিতা আক্তার (১০)। সে ওই এলাকার আনোয়ার বেপারীর মেয়ে। সে দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, সকালে বাড়ির লোকজন উঠানে গরু জবাই করার সময় কয়েকজন শিশু দাঁড়িয়ে তা দেখছিলো। এক পর্যায়ে গরু নাড়াচাড়া করলে কসাইয়ের হাতে থাকা চাপাতি ছুঁটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আরএমও শশাঙ্ক ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
Please follow and like us: