কাশ্মীরে ফের কারফিউ জারি
পরিস্থিতি স্বাভাবিক করতে জম্মু-কাশ্মীরে গেল রোববার থেকে জারিকৃত কারফিউ শুক্রবার শিথিল করেছিলো ভারত সরকার। মুসলিমদের জুমার নামাজ ও ঈদকে সামনে রেখে কারফিউ শিথিল করা হলেও শ্রীনগরে আবারও নতুন করে চলাফেরা ও জমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
রোববার লাউড স্পিকারের মাধ্যমে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে সবাইকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
শুক্রবার জুমার নামাজের আগে ঈদুল আজহা উপলক্ষে জম্মু-কাশ্মীরে জারিকৃত কারফিউ শিথিল করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে ওইদিন কাশ্মিরজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। টিয়ার গ্যাস ও ছররা গুলি ছুঁড়ে সেই বিক্ষোভ দমন করার চেষ্টা করে ভারত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি হাসপাতালসূত্রের বরাতে অর্ধশত মানুষের আহত হওয়ার খবর দেয়। কিন্তু রাজ্য পুলিশ দাবি করেছে যে, সেখানকার পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে ও কোনও গুলি ছোঁড়া হয়নি। এর প্রক্ষিতে বিবিসি বিক্ষোভের ভিডিওচিত্র প্রকাশ করেছে।
এনডিটিভি জানিয়েছে, রোববার পুলিশ গাড়িতে করে ঘুরে এলাকায় লাউড স্পিকারে ঘোষণা করেছে, সব মানুষ যেন বাড়ি ফিরে যান। দোকানিদের বলা হয়েছে শাটার নামিয়ে দিতে।
গেল ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা ক্ষুণ্ন করার দিন সকাল থেকে রাজধানী শ্রীনগর যেন ভূতুড়ে শহরে পরিণত হয়েছে। দোকান, স্কুল, কলেজ ও অফিস বন্ধ রাখা হয়েছে। কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা জনশূন্য রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র সেনারা।