ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী
রাঙ্গামাটির লংগদুতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে নিজাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কালাপাকুইজ্যা ইউপির ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম হাসনা বেগম। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, ঈদের দিন সকালে পারিবারিক কলহের জেরে নিজাম তার স্ত্রী হাসনা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত নিজামকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তাকে আটক করে লংগদু থানায় নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লংগদু থানার ওসি সৈয়দ মোহাম্মদ নূর এবং কালাপাকুইজ্যা ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া।
Please follow and like us: