সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার আটটি গ্রামে ঈদুল আযহা পালিত হচ্ছে(ভিডিওসহ)
সাতক্ষীরার কমপক্ষে ৮টি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে আজ ঈদুল আযহা পালিত হচ্ছে। সদর উপজেলার বাউখোলায় গ্রামগুলোর শতাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। সকাল সাড়ে সাতটায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী ।
https://www.facebook.com/100020030413817/videos/387358688608475/?id=100020030413817
সৌদি আরবের সাথে মিল রেখে সদর উপজেলার বাউখোলা,সাতানি,ভাদড়া, তালা উপজেলার ইসলামকাটি,কালিগঞ্জের নলতা,খুলনার ডুমুরিয়া ও পাইকগাছাসহ ৮ গ্রামের মানুষ দু‘ঈদ ও রোজা আদায় করে থাকে।
Please follow and like us: