সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে দেখতে গেলেন এমপি রবি
সাতক্ষীরায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমীর হোসেন ফারিবকে দেখতে তার বাড়িতে গেলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
রবিবার (১১ আগস্ট) রাতে শহরের নারকেলতলাস্থ বাসভবনে গুলিবিদ্ধ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমীর হোসেন ফারিবকে দেখতে যান। সম্প্রতি শহরের ঝুটিতলায় সন্ত্রাসী হামলায় পায়ে গুলিবিদ্ধ হয়। এসময় এমপি রবি ফারিবের শারীরিক ও চিকিৎসার খোঁজ-খবর নেন। এসময় আজমীর হোসেন ফারিবের পিতা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।
Please follow and like us: