যিশুর ‘মেয়ে’ আলিয়া, অভিনেতাই জানালেন সেই খবর
জনপ্রিয় হিন্দি সিনেমা ‘সড়ক’ এর সিকুয়েল আনছেন পরিচালক মহেশ ভাট। এই সিনেমায় অন্য অভিনেতাদের নাম জানা গেলেও, ছবিতে আলিয়ার বাবার চরিত্রে কাকে দেখা যাবে সে নিয়ে বি টাউনে বেশ গুঞ্জন শুরু হয়। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল সেই নাম।
জানা যাচ্ছে, ‘সড়ক ২’ এ আলিয়া ভাটের বাবার চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। অভিনেতা নিজেই জানিয়েছেন এই খবর।
সম্প্রতি মুম্বাই মিররে একটি সাক্ষাতকারে যিশু বলেন, নিজের কাজের প্রতি আলিয়ার আবেগ সত্যিই প্রশংসনীয়। এই মুহূর্তে ভারতীয় সিনেমায় আলিয়া অন্যতম অভিনেত্রী।
এদিকে, উটিতে ছবির শুটিংয়ের কাজে ব্যাস্ত রয়েছেন যিশু। এর আগে তাকে দেখা গিয়েছিল কঙ্গনা রানাউয়াতের বিপরীতে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ তে।
‘সড়ক ২’ ছবিতে আলিয়া ভাট ও আদিত্য রয় কাপুর-এর পাশাপাশি রয়েছেন সঞ্জয় দত্ত, পূজা ভাট, অক্ষয় আনন্দ