বাবা হচ্ছেন রুবেল, দোয়া চাইলেন সবার কাছে
জাতীয় দলের পেসার রুবেল হোসেন বিয়ে করেছেন তিন বছর হলো। এবার তার স্ত্রীর কোল জুড়ে আসছে সন্তান বাবা হচ্ছেন তিনি।
শনিবার (১১ আগস্ট) রুবেল নিজেই তার ফেসবুক পেইজ থেকে ভক্তদের জন্য এই সুখবর জানান। ঐ পোস্টে তিনি তার অনাগত সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
ফেসবুকে রুবেল হোসেন লেখেন, আলহামদুলিল্লাহ্। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল্লাহর অশেষ রহমতে আমি সন্তানের বাবা হতে যাচ্ছি এবং আমার স্ত্রী মা হতে চলেছে। সবাই আমার স্ত্রীর জন্য ও অনাগত সন্তানের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ্ সুস্থভাবে যেন সে পৃথিবীর আলো দেখতে পারে। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি।
এর আগে, ২০১৬ সালে অনেকটা নীরবে নিভৃতেই বাগেরহাটের মেয়ে ইসরাত জাহান দোলার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রুবেল হোসেন।
Please follow and like us: