শ্যামনগর কাশিমাড়ীতে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পৃথক দুটি স্থানে পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১০ আগস্ট) বিকাল ৫টায় নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ।
কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য গাজী আকতার ফারুক, আওয়ামীলীগ নেতা গাজী নুরুল হক বাচ্চু, আব্দুল ওহাব পিয়াদা, সমাজসেবক আব্দুর রশিদ ঢালী, মাস্টার সওকাত হোসেন, আব্দুস সামাদ পিয়াদা, হাসান হাজ্বী, পল্লী বিদ্যুতের ইলেক্টিশিয়ান আব্দুল আলীম, আলাউদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নতুন এই দুটি সংযোগের উদ্বোধনের ফলে অত্র এলাকার অর্ধ শতাধিক পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে।